কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দের জেরে চাঞ্চল্যকর ছাত্রলীগ কর্মী ও কলেজ ছাত্র সজল হাওলাদারকে গুলি করে হত্যা ঘটনার ৫ বছর পর মামলার অন্যতম আসামি আফজাল হোসেনকে (৪০) বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার করেছে। পিবিআই বরিশালের পুলিশ সুপার মো. হুমায়ুন কবির সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্গ দিন পালাতক থাকার পর গত (১ জুন) মঙ্গলবার ভোরে পশ্চিম কামদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আফজাল হোসেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পশ্চিম কামদেবপুর এলাকার মৃত মোতাহার আলী হাওলাদারের ছেলে।
জানা গেছে, নির্বাচনী বিরোধ ও আধিপত্যের বিরোধের জের গত ২০১৬ সালের ৩ জুলাই পশ্চিম কামদেবপুর এলাকার রফিকুল ইসলাম ওরফে তুজাহার আলীর ছেলে মো. সজলকে তার প্রতিপক্ষ অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। পরে নলছিটি থানা পুলিশ মোল্লারহাট ইউনিয়নের মালুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত অবকাঠামোর ভিতর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত করে আদালতে চার্জশীট প্রদান করে। পুলিশ তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে মামলার বাদী আদালতে নারাজী প্রদান করে পুন:তদন্তের আবেদন করেন। আদালত বাদীর নারাজী আবেদন মঞ্জুর করে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়।
অন্যদিকে সজল হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি হত্যা-ডাকাতীসহ বহু মামলায় অভিযুক্ত সাইদুল ইসলাম ওরফে কানবালা সাইদুলকে গত ২০১৯ সালের ২৩ মার্চ স্থানীয় প্রতিপক্ষরা নির্মম ভাবে কুপিয়ে হাত-পা কেটে হত্যা করা হয়েছে। সেই মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।