এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি বিক্রি হয়েছে ৭৫ হাজার টাকায়। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মাছ ব্যবসায়ী নুর মিয়া।

তিনি জানান, মঙ্গলবার ভোরে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর কর্নেসোনা এলাকায় জেলে কালী হলদারের জালে বোয়াল মাছটি ধরা পড়লে তিনি দুপুরে তার দৌলতদিয়া ঘাট আড়তে নিয়ে আসেন। দুই হাজার ৭০০ টাকা কেজি দরে ৬৮ হাজার ৭৫০ টাকা দিয়ে মাছটি আমি কিনে নেই। পরে মাছটির ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে মোবাইলে বিভিন্ন ধনাঢ্য ব্যাক্তিকে কন্টাক করি। পরে বিকেলে ঢাকার একজন ব্যবসায়ীর কাছে ৭৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।

এ সময় তিনি আরও জানান, এখন পদ্মা নদীতে মাঝে মাঝেই বড় বড় বোয়াল, পাঙ্গাশ, বাঘাইড় ও রুই মাছ ধরা পড়ছে। গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে বড় মাছ পাওয়া যাচ্ছে। প্রচীনকাল থেকেই শীতকালে জেলেদের জালে পদ্মায় ইলিশ, পাঙ্গাশ, বোয়াল ও ডাই মাছ ধরা পরত। তবে এবার প্রায় প্রতিদিনই পদ্মায় জেলেদের জালে ইলিশের পরিবর্তে বড় বড় বোয়াল, পাঙ্গাশ ও রুই মাছ ধরছে জেলেরা। আগামীতে এসব ব্রুড মাছ রক্ষায় পদ্মা নদীতে মাছের অভয়ারণ্য তৈরি করা হবে বলেও তিনি জানান।