খোলাবার্তা২৪ ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে প্রাণহানি ও সংক্রমণের সংখ্যা দুটোই কমেছে, বেড়েছে সুস্থতার হার।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৭ জন। গতকালের চেয়ে আজ ১৫ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩২ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৩২৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৩১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকালের চেয়ে আজ ১৫২ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৫ হাজার ৬৬৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৭০ জন।

দেশে এ পর্যন্ত মোট ৩১ লাখ ৬ হাজার ৪৯৪ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৩ হাজার ৫০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ২৪ লাখ ৭১ হাজার ৬৬৯টি হয়েছে সরকারি এবং ৬ লাখ ৩৪ হাজার ৮২৫টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।