এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে কর্নেসোনায় পদ্মা নদীতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি ব্রিগেট মাছ।পরে আড়ৎদার ওই মাছটি ১৬হাজার টাকায় বিক্রি করেন।
শুক্রবার দৌলতদিয়া ফেরি ঘাটে বাবু সরদারের আড়ৎ থেকে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ৭শ’৫০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন। চান্দু মোল্লা জানান, দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ভোরে আলাল হালদারের জালে ধরা পড়ে এই ব্রিগেট মাছটি। পরে বাবু সরদারের আড়তে মাছটি আনলে ৭৫০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনি। মাছটি বিক্রির জন্য ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করছি। পরে একটু বেশি দাম ঢাকাগামী এক ব্যাবসায়ীর কাছে ওই মাছটি একহাজার টাকা দরে ১৬হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন বলে তিনি জানান। গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রোজাউল শরীফ জানান, গোয়ালন্দের পদ্মা এখন ইলিশ মাছের জন্য গর্ব নয়।
সেখানে ইলিশ মাছের বদলে প্রায়ই জেলেদের জালে ধরা পরছে বড় বড় রুই , ব্রিগেট, পাঙ্গাশ ও কাতলা মাছ। তাতে জেলেদের অল্প পরিশ্রমে দিনে অন্তত একটা বড় মাছ শিকার করতে পারলেই বেশি লাভ হচ্ছে। তাই জেলেরা এখন ইলিশ ধরার জাল বদলে নদীতে বের জাল ফেলছে।