খোলাবার্তা২৪ ডেস্ক : টুইটার ও মেটার পর এবার গণছাঁটাইয়ের পথে আমাজন। ১০ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করতে পারে সংস্থাটি। গত কয়েক মাস ধরে বড় রকমের লোকসানের সম্মুখীন হয়েছে এই আন্তর্জাতিক সংস্থা। এর জের ধরেই কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিতে চলেছে সংস্থাটি। ইতিমধ্যেই সংস্থার কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। শুরু হয়েছে কাজ খোঁজার চেষ্টাও।

জানা যায়, টুইটার এবং মেটার তুলনায় আমাজন সম্ভবত ছাঁটাইয়ের ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি গ্রহণ করবে। সংস্থার পক্ষে যদিও এখনও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়া হয়নি। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছাঁটাই কার্যক্রম।

টুইটার এবং মেটা সংস্থা কিন্তু বিশ্বব্যাপী হাজার হাজার কর্মচারীকে বরখাস্ত করার আগেভাগেই ছাঁটাইয়ের কারণ জানিয়ে বিবৃতি প্রকাশ করে।

আমেরিকা এবং কানাডায় আমাজনে কর্মরত ভারতীয়তের কপালে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে। তাদের অনেকেই এইচ১বি ভিসাধারী। ভিন্ন দেশ থেকে এসে আমেরিকায় থাকতে হলে এই ভিসা থাকতেই হবে। কোনো ভারতীয়র যদি আমেরিকায় চাকরি চলে যায়, তা হলে ৬০ দিনের মধ্যেই আবার চাকরি না পেলে তার এইচ১বি ভিসা বাতিল হয়ে যাবে। বিশেষজ্ঞদের অনুমান, আমাজনে ভারতীয় ইউনিটে কর্মরত কয়েকশ’ কর্মীর চাকরি যেতে পারে।

চলতি সপ্তাহের মধ্যেই ১০ হাজারের বেশি কর্মীকে আমাজন থেকে বিদায় নিতে হতে পারে, তেমনটাই জানা যাচ্ছে। শুধু কর্মী ছাঁটাই নয়, সেই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে আমাজন খরচেও কাটছাঁট করতে চলেছে বলে খবর।

বিশ্বজুড়ে আমাজনে প্রায় ১৬ লক্ষ কর্মী আছেন। আমাজন থেকে যদি সত্যিই ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়, তবে সংস্থার ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় গণছাঁটাই। – তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন