হেফাজত ইসলামের নতুন কমিটির আমির জুনায়েদ বাবুনগরী।
খোলাবার্তা২৪ ডেস্ক : কওমি মাদ্রাসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই নতুন কমিটিতে আবারো জুনায়েদ বাবুনগরীকে আমীর এবং নুরুল ইসলাম জেহাদীকে মহাসচিব করে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার ৭ জুন খিলগাঁওয়ে একটি মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে নুরুল ইসলাম জেহাদী আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিাটি ঘোষণা করেন। নুরুল ইসলাম জেহাদী এর আগেও আহবায়ক কমিটির সদস্য সচিব ছিলেন।
সম্প্রতি গ্রেপ্তার হওয়া মামুনুল হক এবং আজিজুল হক ইসলামাবাদীসহ যারা ইসলামপন্থী বিভিন্ন দলের সাথে জড়িত, তাদের অনেককে এই কমিটিতে রাখা হয়নি।
অন্যদিকে সংগঠনটির প্রতিষ্ঠাতা আমীর আল্লামা আহমদ শফীর বড় ছেলে মোঃ ইউসুফকে হেফাজতের নতুন কমিটিতে সহকারি মহাসচিব করা হয়েছে।
তবে আহমদ শফীর মৃত্যুর পর তার ছোট ছেলে আনাস মাদানীর নেতৃত্বে একটি অংশ সংগঠনটির নেতৃত্বে জুনায়েদ বাবুনগরীকে মেনে নেয়নি।
ঘোষিত নতুন কমিটিতে আনাস মাদানীর অনুসারী কাউকে রাখা হয়নি।
প্রতিষ্ঠাতা আমির আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ২৬শে ডিসেম্বর জুনায়েদ বাবুনগরীকে সংগঠনটির আমীর করে ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
কিন্তু এর চার মাস পরই গত এপ্রিল মাসে সেই কমিটি বিলুপ্ত করে বাবুনগরীর নেতৃত্বে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয় ।
এই আহবায়ক কমিটি এমন এক সময় গঠন করা হয়েছিল, যখন বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় হেফাজতের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
এরই মাঝে এখন আবার সংগঠনটির নতুন কমিটি গঠন করা হলো।
সংগঠনটির একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। যেখানে মাওলানা মুহিবুল্লাহকে প্রধান উপদেষ্টা করে ১৬ সদস্যের উপদেষ্টা কমিটি করা হয়েছে।
হেফাজতে ইসলাম কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হলেও এর শুরু থেকেই কমিটিতে আমীর এবং মহাসচিব ছাড়া অন্য পদ এবং সদস্যদের বেশিরভাগই ছিলেন ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা।
ক্ষমতাসীন আওয়ামী লীগও বিভিন্ন সময় হেফাজতের কর্মসূচির ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে হেফাজতের একাধিক নেতা জানিয়েছেন নতুন কমিটি গঠনের উদ্যোগের পেছনে সরকারের চাপ রয়েছে তাদের সন্দেহ রয়েছে।