নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কের দেওনাই নদীর উপর বোড়াগাড়ী ব্রীজের উজানে এবং ভাটিতে বোমা মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে ব্রীজটি। ব্রীজ থেকে মাত্র ৫শত গজ দূরে এ কার্যক্রম চলায় আগামী বর্ষায় নদীর গতি পরিবর্তনসহ ব্রীজটির ক্ষতির সম্ভাবনা রয়েছে। অথচ প্রতিদিন ব্রীজের উপর দিয়ে হাজারও যানবাহন চলাচল করে থাকে।

জানা গেছে, সারাদেশের নদীগুলোর প্রাণ ফেরাতে এবং জীব ও বৈচিত্র রক্ষায় নদী খননের কাজ শুরু করে সরকার। এরই অংশ হিসেবে নীলফামারীর ডোমার উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া দেওনাই নদীতে ভেকু মেশিন দিয়ে খনন কাজ শেষ করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে শুরু হয় বর্ষা। বর্ষা পেরিয়ে গেলে নদীর বিভিন্ন জায়গায় চর জাগে। সেই সাথে বোড়াগাড়ী ব্রীজের উজানে এবং ভাটিতেও চর জাগে। চর কাটার অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠানটি সেখানে বোমা মেশিন লাগিয়ে বালু তুলে বিক্রি করে দিচ্ছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, ব্রীজের উজানে ৩টি এবং ভাটিতে ৩টি বোমা মেশিন লাগিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এলাকাবাসী জানান, বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। আগামী বর্ষায় এর প্রভাব পড়বে ব্রীজর উপর।

এ ব্যাপারে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন ব্রীজর ভাটিতে চর কাটার অনুমতি দেয়া হলেও ব্রীজের উজানে মেশিন বসানোর কোনরূপ অনুমতি দেয়া হয়নি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।