খোলাবার্তা২৪ ডেস্ক : বলিউডের অভিনেতা দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেনের মাত্রা কম। ফুসফুসে পানি জমেছে। তার অবস্থা এখন কিছুটা স্থিতিশীল।
চিকিৎসকরা জানিয়েছেন, ৯৮ বছর বয়সী এই অভিনেতা এখন ভালো আছেন। দুই-তিন দিনের মধ্যে তিনি বাড়ি ফিরতে পারবেন।
দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, কয়েকদিন ধরে দিলীপ কুমারের শ্বাসকষ্ট হচ্ছিল। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন শ্বাসকষ্ট হচ্ছে তা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা।
প্রবীণ এই অভিনেতাকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার রক্ত পরীক্ষা করা হয়েছে। অন্য নানা ধরনের পরীক্ষাও হয়েছে। তিনি স্থিতিশীল আছেন।
চিকিৎসক জলিল পার্কার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তবে তিনি ভেন্টিলেটারে নেই। তার অবস্থা স্থিতিশীল।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দিলীপ কুমারকে করোনার চিকিৎসা হয় না, এমন হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছে।