খোরশেদ আলম শিমুল, হাটহাজারী : হাটহাজারীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট শখার উদ্ধোধন ।
৭ ডিসেম্বর (সোমবার) সকালে হাটহাজারী উপজেলার মেখল ইছাপুর ফয়জিয়া বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেট শখার উদ্ধোধন করেন প্রধান অতিথি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ও ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোঃ নাইয়ার আজম।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক হাটহাজারী শাখার প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মো: ওমর।
মো: নুরুল করিম তারেকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেখল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরী, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, মাদার্শা ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন মাসুদ, সাবেক চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিন, হাজী ওসমান গনি, সমাজ সেবক আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা মোঃ মোজাহেরুল ইসলাম চৌধুরী, মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, মোঃ ফারুক, মোঃ বোরহান উদ্দিন চৌধুরী, মেখল ইউপি সদস্য জসিম উদ্দিন, ব্যাবসায়ী এম এ হাশেম, জসিম উদ্দিন, এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ শেখ আরমান আইমন, ডা. জাকের, ব্যাবসায়ী, পেশাজীবি ও গণ্যমান্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।