খোরশেদ আলম শিমুল, হাটহাজারী : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে হাটহাজারীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহরাব হোসেন চৌধুরী নোমান এর নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

রোববার (৬ ডিসেম্বর) বিকালে হাটহাজারী বাসষ্টেশন চত্তরে উপজেলা আওয়ামী লীগ নেতা সুলতানুল আলম চৌধুরীর সভপতিত্বে অধ্যাপক নাজমুল হুদা মনির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সরোয়ার মোর্শেদ তালুকদার, আকতার হোসেন, ইকবাল বাহার, হাসানুজ্জামান বাচ্চু, আজম উদ্দীন, ইউচুপ সরোয়ার, এস এম রাব্বান, আলী আবরাহা দুলাল, সোলায়মান সওঃ, হারুনুর রশিদ, এইচ এম জাকির, এনামুল হক, মনির হোসেন, তসলিম উদ্দীন, আবুল মনচুর, ইসমাঈল হোসেন, ইঞ্জিয়ার মুহিবুল হক, মোঃ হারুনুর রশিদ, জয়নাল আবেদীন জসিম, মহসিন খাঁন, আকতার হোসেন চৌঃ, উদয় সেন,আবু সৈয়দ, মিজানুর রহমান, আরিফুর রহমান রাসেল, সৈয়দ নুররুল আলম, সাহেদুল হক খোকন, দৌস মোহাম্মদ, আবুল মনছুর, আনোয়ার মেহেদী, সুমন চৌঃ, আয়ুব খাঁন লিটন, শওকত এমরান বাবুল, আসম রফিক, জসিম উদ্দীন রকি, রিয়াজ মোর্শেদ, আলতাফ, হানিফ বাবুল,আলম, হানিফ বাদশা,খাঁন সাহেদ, নঈম, মুহিতুল ইসলাম, ইকবাল রায়হান, মোসলেম, শুক্কুর, আলী আকবর, মহরম, সাহেদ প্রমুখ। মিছিলটি বাসষ্টেশন থেকে শুরু করে হাটহাজারী কাচারী সড়ক কলেজ গেইট হয়ে বাসস্ট্যান্ড চত্তরে গিয়ে শেষ হয়।

এদিকে শনিবার রাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হাটহাজারী পৌরসভা ছাত্রলীগ। পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহেদ এর নেতৃত্বে মিছিলটি হাটহাজারী কাচারী সড়ক আলি মমতাজ শপিং থেকে আরম্ভ হয়ে বাসস্ট্যান্ড চত্তরে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্যে রাখেন, হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহিদুল আলম সাকিল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, জমির উদ্দিন জুয়েল, ইকবাল হোসেন, জাহেদুল ইসলাম সৌরভ, পৌরসভা শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ নাজের প্রমুখ। মিছিলে উপজেলা, কলেজ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।