খোরশেদ আলম শিমুল, হাটহাজারী : হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি সংঘটিত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে।

বিষয়টি বিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করেছে। চোরের দল বিদ্যালয়ের সীমানা প্রাচীরের, অফিস কক্ষের ও শ্রেণী কক্ষের তালা ভেঙে ভিতরে ঢুকে বিদ্যালয়ের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে গতকাল মঙ্গলবার এস আই আরিফ ঘটনা স্থল পরিদর্শন করেন। বিদ্যালয পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সালাউদ্দীউন সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরির ঘটনাটি ভাইরাল করেছে।

বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সালাউদ্দীউন জানান, গত সোমবার দিবাগত রাতের কোনো এক সময় চোর বিদ্যালয়ের সীমানা প্রাচীরের তালা ভেঙ্গে বিদ্যালয়ে ঢুকে পড়ে। সীমানা প্রাচীরের ভিতরে ঢুকে অফিস ও শ্রেণী কক্ষের তালা ভেঙে ভিতরে ঢুকে ১টি ল্যাপটপ ,১টি প্রজেক্টর, ১ টি মাইকের ব্যাটারী, পি সি ও, মাইকের ৪টি ইউনিট, ১টি রিমোট, ২টি স্পিকার, ৪টি এল এ ডি ভাল্ব, কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার সকালে বিষয়টি অবহিত হযে তিনি স্কুলে গিয়ে চুরির ঘটনা নিশ্চিত হন। তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিসহ কর্মকর্তাদের অবহিত করেন। তাছাড়া প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ সংবাদ অবহিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ রিপোর্ট লেখার সময় রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কান্তি চৌধুরী থানায় অভিযোগ দেওয়ার জন্য অবস্থান করছেন বলে জানান মডেল থানার ডিউটি অফিসার এস আই সাইদুল ইসলাম।