খোলাবার্তা২৪ ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সাবেক সভাপতি ‘ক্যাসিনো সম্রাট’ খ্যাত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সাতদিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদকের আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় জামিন বাতিল করে আগামী ৭ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

এই মামলাসহ মোট চার মামলায় জামিন পেয়ে গত ১১ মে কারামুক্ত সম্রাট বর্তমানে বিএসএমএমইউ’র সিসিইউতে চিকিৎসাধীন। জামিনের পূর্ব থেকেই কারা হেফাজতে সম্রাট বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন ছিলেন। জামিনের কাগজপত্র পৌঁছার পর কারা কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে সম্রাটকে মুিক্ত দেন। সম্রাট জামিনে মুক্ত হওয়ার পরও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

দুদক সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান বলেন, অসুস্থতার কারণে মেডিক্যাল গ্রাউন্ডে সম্রাটকে জামিন দেন ঢাকার স্পেশাল জজ আদালত। তবে অসুস্থজনিত কোনো রিপোর্ট বা প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি।

তিনি বলেন, মেডিক্যাল রিপোর্ট আসার আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জামিন দেয়ায় সম্রাটের জামিন বাতিল করে আজ আদেশ দেন হাইকোর্ট।

আদালতে সম্রাটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন এডভোকেট খুরশীদ আলম খান।