বগুড়া অফিস : গতকাল মঙ্গলবার বগুড়ার সাতমাথায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাস্কর্য অবমাননা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেম্পল রোড সাতমাথায় মুজিব মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি সাজেদুর রহমান সাহীন-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারন সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইতিহাসের মিমাংসিত বিষয় নিয়ে একটি উগ্র মৌলবাদী গোষ্ঠী দেশব্যাপী ধর্মীয় বিভেদ তৈরীর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ৭১’র পরাজিত শক্তি আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। তারা বার বার ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সমাবেশ পরিচালনা করেন জেলা সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত।