মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) : ‘আমার প্রতিবন্ধী মেয়ে তার বাবাকে দেখার জন্য কান্নাকাটি করছে। অসুস্থ্য হওয়ার কারণে সে তার বাবাকে দেখতেও আসতে পারছে না। আমি তাদেরকে বাড়ীতে রেখে আমার স্বামীকে দেখার জন্য এখানে আসছি। এটাই কি আমাদের জীবন। দুইটা মেয়েকে নিয়ে কিভাবে একাই ঈদ পালন করবো স্বামীকে রেখে। চোখে টলমল পানি নিয়ে এমনি আকুতি করলেন।’ খনির গেট ওপেনের দাবিতে অবস্থান করা বড়পুকুরিয়া কয়লা শ্রমিকের স্ত্রী ও সন্তানরা।

 

এদিকে বড়পুকরিয়া কয়লা খনিতে প্রায় ৮ মাস থেকে বন্দি কর্মরত শ্রমিকরা দির্ঘদিন তাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থাকায় খনি কর্তৃপক্ষের আচরণে প্রতি অতিষ্ট্য হয়ে।

শুক্রবার সকাল থেকে জুম্মার নামাজের আগ পর্যন্ত তাদের সকল কর্মবর্জন করে খনির ভিতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেন।

কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করে খনি শ্রমিকরা তাদের স্ত্রী, সন্তাদের মতো একই দাবি করে বলেন দ্রুত সময়ের মধ্যে খনির গেট উম্মুক্ত করে আমাদের বন্দিদশা থেকে মুক্ত করে আমাদের স্ত্রী,সন্তানদের সাথে ঈদ পালন করার অনুমোতি প্রদান করেন।