খোলাবার্তা২৪ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, নুরুল হাসান সোহান যোগ্য বলেই টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে।

আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য সদ্যই অধিনায়কের দায়িত্ব পান উইকেটরক্ষক-ব্যাটার সোহান।

রোববার একটি অনুষ্ঠানে সোহানকে নিয়ে এ কথা বলেন সাকিব।

সাকিব বলেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য এবং বিসিবি মনে করেছে সে ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি তাকে শুভকামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ, তার জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যাবে।’

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। তার নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। আসন্ন জিম্বাবুয়ে সফরে ছুটিতে থাকবেন সাকিব।

প্রসঙ্গত: আসন্ন জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। এ গুরু দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দেশের অষ্টম টি-টোয়েন্টি অধিনায়ক সোহান।

মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন সোহান। আপতত জিম্বাবুয়ে সিরিজের জন্য দায়িত্ব পাওয়ায় আসন্ন তিন টি-টোয়েন্টি নিয়েই ভাবতে চান তিনি।