সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাস্থ্যবিধি মেনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর ) সকালে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, বিএনপি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ও পরে শহীদ মজনু পার্কে বিজয় স্তম্বে ফুল পুস্কক অর্পণ করেন।
একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম, সোনারগাঁও আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, পৌরসভার মেয়র প্রার্থী গাজী মজিবুর, ডালিয়া লিয়াকত,ছগীর আহমেদ, নাসরিন সুলতান ঝরা, মোহাম্মদ হোসাইন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ পৃথকভাবে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।