সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক দূর্ঘটনায় মাকসুদা আক্তার পারুল (৪৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর ) সকালে মোগরাপাড়া কাঁচাবাজার এলাকার মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ীর চাকার নিচে পিষ্ট হয়ে তিনি মারা যান।

নিহত মাকসুদা আক্তার পারুল উপজেলার বৈদ্যেরবাজার চাঁদেরকিত্তি এলাকার মৃত সামসুদ্দিনের মেয়ে। সে মেঘনা শিল্পাঞ্চলে একটি ফাইবার কোম্পানীতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই বেনু মিয়া জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চাঁদেরকিত্তি এলাকার মৃত সামসুদ্দিনের মেয়ে পারুল আক্তার প্রতিদিনের ন্যায় রাতে কাজ শেষে ভোররাতে মেঘনা থেকে গাড়ীযোগে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার এলাকায় আসেন। সেখান থেকে তিনি মহাসড়কের মাঝখানের ডিভাইডারের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ীর চাকার নিচে পিষ্ট হয়ে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত মহিলার লাশ উদ্ধার করে।