সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নুনেরটেক গ্রামে বিদ্যুত সংযোগ উদ্বোধন করা হয়েছে। ওই এলাকা এখন বিদ্যুতের আলোয় আলোকিত। দীর্ঘ সময় পর বিদ্যুতের আলো ঘরে আসায় উচ্ছাসিত চরের মানুষ।

রোববার (২০ ডিসেম্বর) নুনেরটেক গ্রামে ১২শ’ ঘরে বিদ্যুতের আলো পৌঁছেছে। সোনারগাঁ এখন শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সাইরুল ইসলাম, সোনারগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক জোনাব আলী, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, সোনারগাঁও পৌর নাগরিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, মোহাম্মদ আলী, অখিলউদ্দিন প্রমুখ।

প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে সোনারগাঁয়ের মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল মেঘনা নদীর তলদেশ দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন সংযোগের কাজ ইতিমধ্যে ৫৪৭ দশমিক ৮৪ একর আয়তনের এ চরে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ শেষ করে ১২ শ ৫২ পরিবারের ঘর এ বিদ্যুতে আলাকিত হয়েছে। আস্তে আস্তে অন্য পরিবার গুলোতে বিদ্যুৎতের আলো জ্বলবে।

২০১৯ সালের ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ উদ্বোধন করেন। রোববার দুপুরে নুনেরটেক গ্রামে বিদ্যুতের আওতায় এসে সোনারগাঁও শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।

বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও নুনেরটেক গুচ্ছগ্রামের বাসিন্দা ওসমান গণি বলেন, আমরা চরবাসী এখন আনন্দিত ও উচ্ছাসিত। দীর্ঘদিন পর এ গ্রামের বিদ্যুতের আলো দেখতে পেলাম। বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।

নাজমা আক্তার বলেন, বিয়ের পর থেকে সৌর বিদ্যুৎ দেখে আসছি। এখন আমাদের ঘরে বিদ্যুৎ। ফলে আমাদের এখন জিবন মান উন্নত হবে। ঘরে ফ্রিজ ও বৈদ্যুতিক পাখা ঘুরবে। এতে আমরা অনেক খুশি।

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বলেন, বারদী ইউনিয়নের একটি বিছিন্ন অংশ নুনেরটেক। নুটেরটেক বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মাধ্যমে আরো একটি আশার প্রতিফলন ঘটলো।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো.সাইরুল ইসলাম জানান, ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকার সার্বিক সহযোগিতায় ১.৫ কিলোমিটার সাব মেরিন ক্যাবল প্রতিস্থাপনের মাধ্যমে ১৩ কিলোমিটার বিদ্যুৎ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে৷

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেন, আমি প্রথম এমপি হয়ে নুনেরটেক আসার পর চারবাসীর দাবী ছিল বিদ্যুৎ। দ্বিতীয় বার আমি এ গ্রামের বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন করেছি। এ গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়ে আমি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। পরবর্তীতে মেঘনা নদীতে ব্রীজ নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো।