সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : মুজিব বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ৬০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র ব্যক্তিগত উদ্যোগে বঙ্গবন্ধু পাঠাগারের সামনের মাঠে ওই ইউনিয়নের ৩৫টি গ্রামের হতদরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি জসিম চৌধুরী, সনমান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামাল হোসেন, ইউপি সদস্য শাহীনা বেগম, তোতা মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।

জাহিদ হাসান জিন্নান বলেন, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার দেশের কোনো মানুষ না খেয়ে থাকবেনা। তাই আমার ইউনিয়নের হত দরিদ্র কোনো পরিবার যাতে খাদ্য সংকটে না পরে এ জন্য ধারবাহিতভাবে আমি খাদ্য সামগ্রী বিতরন করছি।