সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের জনসাধারণের মাঝে গাছ ও মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাহিদ হাসান জিন্নাহ সমর্থক গোষ্ঠীর আয়োজনে সনমান্দিতে বঙ্গবন্ধু আধুনিক পাঠাগার সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিতে উপস্থিত ছিলেন, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সোহান মোল্লা, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা সালাউদ্দিন সাজু, সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সনমান্দি ইউপি সদস্য শাহিনা আক্তার ও ইউপি সদস্য ও সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, নিয়ন সুমন, উপ-সাংকৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা আইন বিষয়ক সম্পাদক সজিব আহাম্মেদ, সনমান্দি ইউনিয়ন ছাত্রলীগ সদস্য আলামিন, আজমাইল, শিপন, পলাশ, অয়ন, আলামিন, মাকসুদ, রাজিব, আসিফ প্রমুখ।

এ সময় ইউনিয়নের জনসাধারণের মাঝে ১ হাজার ফলদ ও বনজ গাছ ওএবং ১ হাজার মাস্ক বিতরণ করা হয়।