নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে আইন ভঙ্গ করার দায়ে তিন ব্যবসায়ীক ভ্রাম্যমান আদালত ১১ হাজার টাকা জরিমানা করেছে। রোববার (২মে) দুপুরে সোনারগাঁওয়ে বাজার তদারকি করার সময় এ জরিমানা করা হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম মোগরাপাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান, মাস্ক বিতরণ, এবং সচেতনতা উপলক্ষ্যে আইন বিষয়ক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করেন ।
বাজার মনিটরিং কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর লঙ্ঘনজনিত অপরাধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান কর্তৃক তিন ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় এগার হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কর্রকর্তাসহ বিপুু পরিমাণ পুলিশসদস্য উপস্থিত ছিলেন।