বগুড়া অফিস : বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া এলাকায় ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে রেজাউল করিম শুকু (২৫) নামের এক মানসিক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার আনিসুর রহমানের ছেলে।

এলাকা সূত্রে জানা গেছে, রেজাউল করিম শুকু একজন মানসিক রোগী ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত রাতের অন্ধকারে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে রাত কাটাতেন। এমনকি এলাকার বিভিন্ন কবরস্থানে গিয়ে শুয়ে থাকতেন। এমন অবস্থায় গত শুক্রবার ওই ব্যক্তি মায়ের সাথে গভীর রাত পর্যন্ত ধান মাড়াইয়ের কাজ করেন। কাজ শেষে ঘরে ঘুমাতে গিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার পর এএসপি (শিবগঞ্জ সোনাতলা সার্কেল) আরিফুর রহমান ও সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল জানান, শুকু একজন মানসিক রোগী। সে দীর্ঘদিন যাবত রাতে শয়ন ঘরে না থেকে ধর্মীয় প্রতিষ্ঠানে ঘুমাতেন।