সুনামগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবসে সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের কাজির পয়েন্টে সিনিয়র সাংবাদিক কণ্ঠশিল্পী শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে মাহববুর রহমান পীরকে (দৈনিক যুগান্তর) সভাপতি ও সিদ্ধার্থ আচার্য্যকে (ফ্রিল্যান্স) সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ। অপর সহ-সভাপতি হলেন দৈনিক নয়াদিগন্ত, খোলাবার্তা২৪ডটকম ও জানালা-৭১’র জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ।

একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সালাম ও দৈনিক সুনামকণ্ঠের বার্তা সম্পাদক বিশ্বজিৎসেন পাপন যুগ্ম সম্পাদক করা হয়েছে।
এদিকে, কোষাধক্ষ্য একে কুদরত পাশা (দৈনিক কাজিরবাজার), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওবায়দুল হক মিলন (শান্তিবার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সুমন (বাংলা টিভি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কর্ণবাবু দাস ( বৈশাখী টিভি), পাঠাগার সম্পাদক আশিস রহমান (দৈনিক সুনামকণ্ঠ) এবং দপ্তর সম্পাদক পদে শহীদনূর আহমেদ (সিলেট ভিউ ও খোলাকাগজ) দায়িত্ব পেয়েছেন।

কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, আশরাফ শাহীন (ফ্রিল্যান্স), মাসুম হেলাল (বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন), শামসুল কাদির মিছবাহ (বাংলাদেশ সময়), বজলুর রহমান (দৈনিক জালালাবাদ) ও আব্দুল কাইয়ুম (প্রতিদিনের সংবাদ)।

বিকালে নবগঠিত কমিটির সদস্যরা সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী বীর সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।