তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ থেকে : বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১৬ ই জানুয়ারী সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র, কাউন্সিলর ও সাধারন মহিলা সদস্য পদের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রোববার বিকেল ৩টায় বিভিন্ন প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জেলা শহরের মল্লিকপুরস্থ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সহকারী রির্টানিং অফিসার উত্তর কুমার রায়ের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা নাদের বখত ও বিএনপি ধানের শীষের প্রাথী মো: মুর্শেদ আলম নিজ নিজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে মো. রহমত উল্ল্যাহ সহ সুৃনামগঞ্জ পৌরসভায় তিনজন মেয়র প্রার্থী মনোনয়ন পত্রজমা দান করেছেন। সাধারন কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমাদান করেন। ৯টি ওয়ার্ড নিয়ে সুনামগঞ্জ পৌরসভার মোট ১৬টি ভোট কেন্দ্রের মোটভোটার সংখ্যা ৪৭ হাজার ১৫ জন। এরমধ্যে পূরুষ ভোটার ২৩ হাজার ২৩৮জন এবং নারী ভোটার ২৩ হাজার ৭৭৭ জন।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সহকারী রির্টানিং অফিসার উত্তম কুমার রায় জানান আগামী ১৬ই জানুয়ারী সুনামগঞ্জ জেলার সদর পৌরসভা,ছাতক ও জগন্নাথপুর এই তিনটি পৌরসভায় একসাথে নির্বাচন অনুষ্ঠিতহবে। তবে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশন একটি অবাদ ও নিরপেক্ষ নির্বাচন এই সুনামগঞ্জবাসীকে উপহার দিতেবদ্ধ পরিকর। এজন্য প্রশাসনের তরফ থেকে যা যা করণীয় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে ও তিনি জানান।