তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ : করোনার ভাইরাস সংক্রমণের কারণে সুনামগঞ্জে সংক্ষিপ্ত পরিসরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হচ্ছে। বুধবার সুর্যদোয়ের সাথে সাথে জেলা আদালত প্রাঙ্গনে অবস্থিত মুক্তিযুদ্ধা স্মৃতিস্থম্ভে পুস্পস্থবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এরপর ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পণ করেন প্রশাসনসহ সর্বস্থরের জনগন।

পরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ জেলার সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পুস্পস্থবক অর্পন করেন সুনামগঞ্জ পৌরসভার পক্ষে প্যানেল মেয়র হোসাইন আহমদ রাসেলও অন্যান্যরা।

বিকেলে সুনামগঞ্জে ৩০টি গৃহহীন পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচার ইউনিয়নের বিরামপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পের ত্রিশজন উপকারভোগীর মধ্যে ঘরের চাবি তুলে তিনি। সদর উপজেলায় গুচ্ছ গ্রাম নির্মাণের দ্বিতীয় পর্যায়ের সিভিআরপি প্রকল্পের অধীনে ৪৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আব্দুল আহাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মুজিব বর্ষের অঙ্গীকার কেউ গৃহহীন থাকবে না। আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার। সারা দেশের গৃহীন লোকদের মাননীয় প্রধানমন্ত্রী বসতগৃহ দিচ্ছেন। জেলায় ৪ হাজার গৃহহীন মানুষকে ঘর দেয়া হবে। চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শরীফুল ইসলাম ও মোঃ জসীম উদ্দিন (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমাসহ জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

জামালগঞ্জে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত : সুনামগঞ্জের জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ স‚চনা করা হয়। অসামাজিক দূরত্বে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, ভাইস চেয়ারম্যান গোলামজিলানী আফিন্দী রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা নির্বাহীকর্মকর্তা বিশ্বজিত দেব, বীরমুক্তি যোদ্ধা শফিকুল রহমান কলমদরসহ সরকারী বে-সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন। এরপরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন শেষে জুমের মাধ্যমে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও মসজিদ, মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

অপর দিকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি রোগীদেরকে স্বাস্থ্যসম্মত উন্নতমানের খাবার পরিবেশনসহ উপজেলা মুক্তিযোদ্বা কমান্ড কার্যালয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ কর্তৃক মুজিববর্ষ ও মুক্তিযুদ্ধের লোগো সংবলিত ছাতা ও কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ ও নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, সহকারী কমিশনার ভূমি রেদোয়ানুল হালিম প্রমুখ।