গত ৪ সেপ্টেম্বর রোববার সুইডেন স্থানীয় সময় দুপুর ২টায় সিগটুনা কমুনে সুইডিশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য রুহুল আমিন বিল্লাল ও মাসুদুল হক হিমু সুইডিশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মনোনিত মেয়র প্রার্থী আন্দ্রেওস ইরিকসনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় রুহুল আমিন বিল্লাল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বয়স বিবেচনায় তাকে বিদেশে উন্নত চিকিৎসার্থে সুইডিশ পার্লামেন্টে আলোচনা জন্য স্মারকলিপি প্রদান করেন।

সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা শেষে আন্দ্রেওস ইরিকসন বিষয়টি সুইডিশ সংসদে আলোচনার আশ্বাস প্রদান করেন এবং এদিন একইসাথে সুইডেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সুইডিশ লিবারেল পার্টির প্রতিনিধিও প্রেরণ করেন।

একই দিন স্থানীয় সময় রাত ৯টায় সুইডেনের রাজধানী স্টকহোমের ইন্ডিয়ান গার্ডেন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি হিসেবে যোগদান করেন মিসেস সুক্রি ডেমির।

তিনি বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। – বিজ্ঞপ্তি