সিংগাইরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর পেলেন ৫৪ পরিবার
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) : আশ্রয়ন প্রকল্প-২ এর তৃতীয় পর্যায়ে সারাদেশে ৩২ হাজার ৯০৪ টি গৃহহীন-ভূমিহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর প্রদানের অংশ হিসেবে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৫৪ টি পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবণ থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের আয়োজনে সিংগাইর সরকারি কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্ণবের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজ্বী আব্দুল মাজেদ খান, ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া ও উপকারভোগী দিপালী সরকার, আব্দুল কাদের এবং আব্দুর রাজ্জাক প্রমূখ। এ সময় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারি, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জমির দলিল ও ঘরের চাবি পাওয়া ধল্লা ইউনিয়নের কামুড়া গ্রামের আব্দুল জলিল বলেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাগো মা। বিদ্যুৎ ও পানি সুবিধাসহ মায়ের দেয়া জমি ও ঘর আমাগো ভিতর আলো জ্বালাই দিছে। আল্লাহ তারে হায়াত দান করুক। খাসেরচর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি শাহেলা খাতুন (৭০) বলেন, সারাজীবন অন্যের বাড়িতে থাকছি। শেখ হাসিনার দেয়া উপহার জমি ও ঘর আমারে নিজের ঠিকানা দিয়েছে। এ অনুভূতি প্রকাশের ভাষা নেই বলেও তিনি জানান। জলিল ও শাহেলার মতো প্রতিটি উপকারভোগীর চোখ ও মুখে ছিল আনন্দের বন্যা।
উল্লেখ্য, উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর মৌজায় সরকারি খাস জমি উদ্ধার করে আশ্রয়ণ প্রকল্প-২ তৃতীয় পর্যায়ে ৯৪টি ঘরের মধ্যে ৫৪টি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় উপকারভোগীদের বুঝিয়ে দেয়া হয়। এর আগে চান্দহর ইউনিয়নের চরচামটা মৌজায় প্রথম পর্যায়ের ১২টি ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়। দ্বিতীয় পর্যায়ের ২০টি ও তৃতীয় পর্যায়ের বাকী ৪০টি ঘরের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানা গেছে।

আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাকা ঘর পেয়েছে ৩২ গৃহহীন পরিবার
আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পাকা ঘর পেয়েছে ৩২টি ভূমিহীন-গৃহহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের বরাদ্দে নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন। আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলায় ১ম পর্যায়ে ১৭৫ টি, ২য় পর্যায়ে ১০টি ঘর হস্তান্তর করা হয়েছিল। তৃতীয় পর্যায়ের উপজেলা মনিয়ারী ইউনিয়নে ৩২টি ঘরের চাবি হস্তান্তরসহ প্রত্যেক ঈদ উপহার প্রদান করা হয়।
এ সময় সভা কক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. অনিক ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মমতাজ বেগম, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গৃহহীন ও অসহায় ৩২ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিয়ারী ইউনিয়নের কয়ড়া আশ্রয়ণ প্রকল্পগুলো পরিদর্শন করেন।#

ফুলবাড়ী প্রধানমন্ত্রীর ঈদ উপহারের বাড়ি পেলেন ২২৮ পরিবার
মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ৩য় পর্যায়ে ফুলবাড়ী উপজেলার ২২৮টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করে। ফুলবাড়ী উপজেলা অডিটরিয়ামে দিনাজপুর-৫ আসনের এম,পি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার বাড়ি প্রাপ্তদের হাতে বাড়ির চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ফাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) শামিমা আক্তার জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, থানার ওসি মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন-উর-রশীদ প্রমূখ।