সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর আয়োজিত দিনব্যাপী উপজেলা চত্ত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে ২৫ মন ওজনের ফিজিয়ান জাতের ষাঁড় গরু, উন্নত জাতের বাহমা ষাঁড় বাছুর, পাটনিয়া জাতের পাঠা, তোতাপুরী পাঁঠা, ছাগী, যমুনা প্যারী রাম ছাগল, দেশি জাতের খরগোশ, টাইগার মোরগ, লাল মুন্ডিয়ান, তুরিবাজ ও রেইন কবুতরসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি প্রাণী স্থান পায়।

প্রদর্শনী শেষে বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. আফরোজা বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, প্রানীসম্পদ অফিসার ডা. ফারুক আহাম্মদ, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোসাঃ আনোয়ারা খাতুন প্রমূখ।