সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামে প্রতিবেশীর হামলায় আহাম্মদ (৩৮) নামের এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত আহাম্মদ একই গ্রামের আক্কাছ আলীর পুত্র। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার আসামীরা হচ্ছে – কাইয়ুম গাছি (৩২), মনির গাছি (৩০), আমির গাছি (২৫) ও ছালাম গাছি (৫৫)।
শনিবার (১২ডিসেম্বর) সরেজমিন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, ওই গ্রামের আক্কাছ আলী ও প্রতিবেশি ছালাম গাছি পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ২ ডিসেম্বর দুপুরে ছালাম গাছির পরিবারের লোকজন আক্কাছ আলীর পুত্র আহাম্মদ আলীর ওপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত আহাম্মদ আলীর কাছ থেকে হামলাকারীরা ২ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে আহত আহাম্মদ আলীর মা ফিরোজা বেগম অভিযোগ করেন। এদিকে, অভিযুক্ত ছালাম গাছির বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, আবর্জনা ফেলাকে কেন্দ্র করে মারামারি হয়েছে । টাকা ছিনিয়ে নেয়ার কোনো ঘটনা ঘটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত আহাম্মদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত কেউ গ্রেফতার হয়নি ।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ সাদেকুর রহমান বলেন,. আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।