সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে ১ সন্তানের জননীর (২০) সাথে নিজের অন্তরঙ্গ ও অশ্লীল ছবি ইন্টারনেট ও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়ের করা পর্ণোগ্রাফি মামলায় রহুল আমীন (২৫) নামের এক ইন্টারনেট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ ডিসেম্বর) ভোরে আসামীর নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহুল আমীন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বিন্যাডাঙ্গী গ্রামের মুকলেছের পুত্র ও ১ সন্তানের জনক।

ভুক্তভোগী ওই গৃহবধূ শনিবার (৫ ডিসেম্বর) সিংগাইর থানায় মামলা দায়ের করলে আসামী রহুল আমীনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন বলে তদন্ত কর্মকর্তা এস আই সাদেকুর রহমান নিশ্চিত করেন। তিনি আরো জানান, রহুলকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

গৃহবধুর পরিবার ও মামলার এজাহার সূত্রে প্রকাশ, গ্রেফতারকৃত রহুল আমীন তার স্ত্রী সন্তানের কথা গোপন করে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে তার সাথে শারীরীক সর্ম্পকের অন্তরঙ্গ মুহুর্তের ছবি গোপনে মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে ওই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ভিকটিমের কাছ থেকে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। সেই সঙ্গে অনৈতিক সম্পর্ক ধরে রাখতে চায়। ভিকটিম এতে রাজী না হলে আসামী বিভিন্ন ফেসবুক মেসেঞ্জার ও ইমো আইডিতে ওই ছবিগুলো ছড়িয়ে দেয়। এতে সামাজিকভাবে গৃহবধূর ভাবমূর্তি ক্ষুণ্নসহ পারিবারিক অশান্তি সৃষ্টি হয়েছে। তার সাংসারিক জীবনও হুমকির মুখে পড়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করেন।