বগুড়া অফিস : পৌরসভা নির্বাচনের ২য় ধাপে আগামী ১৬ জানুয়ারি বগুড়ার ৩টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা প্রচারনা শুরু করেছেন। বড় দুদলের মনোনয়ন পেতে স্থানীয় নেতাদের ব্যাপক তৎপরতা চোখে পড়ছে। আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন নিয়ে সারিয়াকান্দি পৌরসভায় নাটকীয় ঘটনা দেখা যাচ্ছে ।

শনিবার সন্ধা ৬টা পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে আওয়ামী লীগ প্রার্থীর নাম শুক্রবার ঘোষণার পর শনিবার পরিবর্তন করা হয়েছে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শুক্রবার সারিয়াকান্দি পৌরসভার বর্তমান মেয়র আলমগীর শাহী সুমনের নাম আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, যা মিডয়ায় প্রচার হয়েছে। কিন্তু ২৪ ঘন্টার ব্যবধানে তা’ বদলে যায়। পরে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য শাহাদারা মান্নান শিল্পীর আস্থাভাজন মতিউর রহমান মতিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয় । এ নিয়ে সেখানে ক্ষমতাসীন দলে বিরোধ আরো তীব্র হয়েছে। তবে মেয়র সুমনের অনুসারীরা চুপসে গেছেন। তাদের কোন প্রতিক্রিয়া দেয়া যাচ্ছে না।

এ ব্যাপারে বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য প্রভাষক কামরুল হুদা উজ্জল জানান, দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তেই এই পরিবর্তন করা হয়েছে।

অপরদিকে বিএনপির মনোনয়ন বোর্ড শুক্রবার দেশের ৬১ পৌরসভার মধ্যে ৫৫টির মেয়র প্রার্থী ঘোষনা করলেও সারিয়াকান্দিসহ ৬টিতে প্রার্থী ঘোষনা করেনি সেদিন।

এ ব্যাপারে বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জানান, শনিবার রাতেই বিএনপির মেয়র প্রার্থী ঘোষণার প্রস্তুতি চলছে । তবে কে মনোনয়ন পাচ্ছেন তা জানতে অপেক্ষা করতেহবে।

এ ছাড়া শেরপুর পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ বর্তমান মেয়র আব্দুস সাত্তার এবং বিএনপি সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডুকে এবং সান্তাহার পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী হিসেবে আশরাফুল ইসলাম মন্টু এবং বিএনপি তোফাজ্জল হোসেনের নাম ঘোষণা দিয়েছে ।