বগুড়া অফিস : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য বগুড়ার শেরপুর, সান্তাহার ও সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বাইরে দুই বড় দলের স্থানীয় নেতারা বিদ্রোহী হিসেবে মেয়র পদে মনোনয়ন পত্র আজ রোববার জমা দিয়েছেন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ রোববার সারিয়াকান্দি পৌর সভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মতিউর রহমান মতি ছাড়াও বর্তমান মেয়র আলমগীর শাহী সুমন এবং সাবেক আ’লীগ নেতা আব্দুর রশিদ ফারায়েজী, বিএনপির প্রার্থী সাবেক মেয়র টিপু সুলতানের স্ত্রী সাবিনা ইয়াসমিন (বেবী), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার আলী আজগর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
শেরপুরে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আব্দুস সাত্তার, বিএনপির প্রার্থী স্বাধীন কুমার কুন্ডু, বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জানে আলম খোকা এবং ইসলামী আন্দোলনের ইমরান কামাল মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সান্তাহার পৌর সভায় মেয়র পদে বিএনপি প্রার্থী বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ও আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু মনোনয়ন পত্র দকাখিল করেছেন। এ সব পৌরসভায় একই সাথে কাউন্সিলর পদেও বিপুল সংখ্যক নারী ও পূরুষ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তফশিল মোতাবেক আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও ২৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৬ জানুয়ারী শেরপুরে ব্যালট পেপার এবং সান্তাহার ও সারিয়াকান্দি পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।