আবুল কালাম আজাদ, বগুড়া অফিস : বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মতিউর রহমান মতির (নৌকা) মনোনয়ন পত্র বাতিলের পর দলের নেতাকর্মীরা চুপসে গেছে। প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন তিনি।

আগামী ২৭ ডিসেম্বর বাতিল প্রশ্নে আপিলের শুনানী হওয়ার কথা রয়েছে। মতিউর রহমান মতি সারিয়াকান্দি পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মচারী পদ থেকে পদত্যাগ করে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কিন্তু সেই পদত্যাগ পত্র গৃহীত হওয়ার কোন চিঠি পাওয়া যায়নি বলে মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ।

সারিয়াকান্দি সংবাদদাতা জানান, নৌকার প্রার্থী না থাকার সুযোগ কাজে লাগাতে চান আওয়ামী লীগের দুই বিদ্রোহী নেতা বর্তমান মেয়র আলমগীর শাহী সুমন ও আব্দুর রশিদ ফারায়েজী। তারা দুজনই দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এদিকে বিএনপির প্রার্থী সাবেক মেয়র টিপু সুলতানের স্ত্রী সাবিনা ইয়াসমিন (বেবী) গণসংযোগ করছেন। তিনি দলের সাথে সম্পৃক্ত না হওয়ায় দলের নেতাকর্মীদের তার সাথে খুব একটা দেখা যাচ্ছে না।

এদিকে শেরপুরে আওয়ামী লীগের একক প্রার্থী বর্তমান মেয়র আব্দুস সাত্তার। তাই দলে বিদ্রোহী না থাকায় তিনি বিএনপি প্রার্থীর চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। কিন্তু শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান জানে আলম খোকা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় অনেকটা বেকায়দায় রয়েছেন বিএনপির প্রার্থী সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। খোকাকে দলের পক্ষ থেকে ম্যানেে চেষ্টা করা হলেও তা এখনও সফল হয়নি।

তফশিল মোতাবেক আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৬ জানুয়ারী শেরপুরে ব্যালট পেপার এবং সান্তাহার ও সারিয়াকান্দি পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।