প্রধান অতিথির বক্তব্য রাখছেন কলেজ গভর্নিং বডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ আঃ হাই
সাভার (ঢাকা) সংবাদদাতা : ৪৯তম মহান বিজয় দিবস’২০ উদ্যাপন উপলক্ষে সাভার মডেল কলেজে গতকাল বুধবার ভার্চুয়াল আলোচনা সভা, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং দোয়া অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোঃ আঃ হাই।
বিষেশ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লা।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোনে, প্রভাষক দিলারা খানম, সৈয়দ আব্দুল আউয়াল মাসুম, ছাত্র/ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আতিকুর রহমান ও মেহজাবিন চৌধুরী প্রমুখ। আবৃত্তিতে ১ম ওমর খোবায়েব জাহিন, ২য়-রাজিয়া সুলতানা হৃদি, ৩য়-জান্নাতুল ফেরদৌস ইমা।
দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনার তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষে কলেজ ভবণ আলোক সজ্জা করা হয়।