বিশেষ প্রতিনিধি : সাভার মডেল কলেজের বাংলা বিষয়ের সিনিয়র প্রভাষক দিলারা খানম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন আজ শনিবার। এর আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা কর্তৃক (স্মাক নং:১১১/ক/স্বী/৯৬(অংশ-১)/৩৫৫, তাং-১৯/০৬/২০২২) ঢাকা জেলার সাভার উপজেলাধীন “সাভার মডেল কলেজ” এর সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলামকে বেতনভাতা উত্তোলনসহ সকল কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কর্মরত জ্যেষ্ঠ এমপিওভুক্ত এক শিক্ষককে দায়িত্বপ্রদানের নির্দেশ প্রদান করেন।
উক্ত নির্দেশের আলোকে গত ২৩ জুন ২০২২ খ্রিষ্টাব্দ কলেজ সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে ৭ম গ্রেডের জ্যেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষক দিলারা খানমকে দায়িত্ব প্রদান করেন।
ইতঃপূর্বে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা (স্মারক নং:১১১/ক/স্বী/৯৬(অংশ-১)/১৭৪, তাং-২৬/০৯/২০২১) ইং মোঃ তৌহিদ হোসেন এর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-১৯৯৫ এর পরিশিষ্ট ‘ক’ এর ১(খ) মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকায় মোঃ তৌহিদ হোসেন এর নিয়োগ বিধিসম্মত হয়নি মর্মে এক জ্যেষ্ঠ এমপিও ভুক্ত শিক্ষককে দায়িত্ব প্রদানের চিঠি প্রদান করা হয়।
সাবেক অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন উক্ত পত্রের আলোকে হাইকোর্টে রিটপিটিশন (১০৩৮০/২১) দায়ের করলে হাইকোর্ট বিভাগ ৬ (ছয়) মাসের স্থিতিবস্থা জারি করেন। ঢাকা শিক্ষা বোর্ড উক্ত আদেশের বিরুদ্ধে লিভ-টু-আপিল দায়ের করলে মহামান্য আপিল বিভাগ হাইকোর্টের রায়কে স্টে করে দেন।
এ রায়ের ফলে সাবেক অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেনের নিয়োগ অবৈধ প্রমাণিত হয়। কর্মরত অবস্থায় সাবেক অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা সরকারি এবং কলেজের অংশ বন্ধ করে দেন। অপরদিকে মোঃ তৌহিদ হোসেনের নিয়োগ বাতিল করলে তিনি নিজেকে রক্ষার জন্য ২০২১ সালে এমপিও প্রত্যাহারের আবেদন করেন।
নতুন যোগদানকারী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিলারা খানমকে শিক্ষক, শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান।