সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় সোমবার রাতে এক মোটরসাইকেল আরোহী নাইট কোচের চাপায় নিহত হয়েছে। নিহতের নাম- দারগ আলী (৪৫)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার হাজী হোসেন আলীর ছেলে ছিল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের উলাইল এলাকা থেকে কাঁচাবাজার করে অপর আরেক ব্যক্তিসহ মোটরসাইকেল যোগে হেমায়েতপুর হয়ে সিংগাইর বাড়ী যাওয়ার সময় পেছন দিক থেকে একটি একটি যাত্রীবাহি বাস চাপা দিলে অন্য একটি নাইট কোচ তার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই দারগ আলীর মৃত্যূ হয়। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজর রহমান লাশটি হাইওয়ে থানা পুলিশের নূর মোহাম্মদের কাছে হস্তান্তর করলে তিনি পরিবারের নিকট হস্তান্তর করেন।