সাভার (ঢাকা) সংবাদদাতা : সাভারের রাজফুলবাড়িয়ার ভাওয়ালীয়াপাড়া এলাকায় এক নারী গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম- শারমিন খাতুন (২৫)। তিনি দিনাজপুর জেলার পিরগঞ্জ থানার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় পুলিশ স্বামী সুজন মিয়াকে আটক করেছে।

জানা যায়, গত সোমবার রাতে নেশার টাকা না পেয়ে সাভারের রাজফুলবাড়িয়ার ভাওয়ালীয়াপাড়া এলাকায় ভাড়া বাড়িতে স্থানীয় বিশ্বাস গার্মেন্টেস শ্রমিক শারমিন খাতুনকে স্বামী মারধর করলে তিনি গুরুতর আহত হয়। পরে স্ত্রীকে একটি অটোরিকসায় করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ নিহত ওই গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী নেশাগ্রস্ত স্বামী সুজন মিয়াকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে গতকাল মঙ্গলবার সাভার পৌর এলাকার জালেশ্বর এলাকায় ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় বিপিএটিসি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র তাজবী রহমান লাজিন (১৫) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়। লাজিন কুষ্টিয়া জেলার লুৎফর রহমানের ছেল।

নিহত স্কুল ছাত্রের পরিবারের অভিযোগ রাতে কেউ বাসায় ছিল না। শিক্ষার্থী তাজবী রহমান লাজিন একাই ছিলো বাসায়। পরে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়।

পুলিশ দুই জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন।
সাভার মডেল থানার ওসি (তদন্ত ) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ নিশ্চিত করেন এবং তিনি আরো বলেন, স্কুল ছাত্রটি আত্মহত্যা করেছে।