সাভারে (ঢাকা) সংবাদদাতা : সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার ৪শ ১৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্তে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিং জেলার মো: সাউদুল ইসলাম (২১) ও গাজীপুর জেলার মো: কাওসার আহম্মেদ (২৮)। এ সময় তাদের মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) ও সহাকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান চৌধুরী জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছিল। তিনি আরো জানান- অভিযান অব্যাহত থাকবে।