সাভার (ঢাকা) সংবাদদাতা : সাভারে গতকাল শুক্রবার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের কুমার খোদা আশ্রম-২ এর পাশে মাহবুব আলম নামে এক ব্যক্তির মালিকানাধীন প্রকল্পের জন্য খুঁড়ে রাখা গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো- সানাউল্লাহর ছেলে হাবিব (১০) ও রুহুল আমীনের ছেলে ইব্রাহিম (১২)। তারা দুজন’ই ওই আবাসনে বসবাস করত।

জানা যায়, আশ্রমের পাশে মাহবুব নামের এক ব্যক্তি জমি ভাড়া নিয়ে একটি প্রকল্পের জন্য চারপাশে সীমানা নির্ধারণ করে মাঝখানে বিশাল গর্ত করা হয়। ওই গর্তের পাশে বিকেলে খেলতে গিয়ে হাবিব ও ইব্রাহিম সেখানে জমে থাকা পানিতে পড়ে গিয়ে মারা যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাদের লাশ গর্তের পানি থেকে উদ্ধার করে। সাভার মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম দুই শিশুর মৃত্যূর খবর নিশ্চিত করেন।