আমরা কাটা দিয়ে কাটা তুলতে চাই
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তারের কলার ছড়ি মার্কার পক্ষে নেতাকর্মীদের মাঠে নামতে নির্দেশ দিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, ‘আওয়ামী লীগ জিরোকে হিরো আর হিরোকে জিরো করতে পারে। আমরা কাটা দিয়ে কাটা তুলতে চাই।’
সোমবার বিকেলে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এসব কথা বলেন।
এ সময় তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রোমিন ফারহানা এলাকায় আসলে তাকে প্রতিহত করার ঘোষণা পুণর্ব্যক্ত করেন।
আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ সফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার।
এতে বক্তৃতা করেন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের আহমেদ, আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন মঈন, শাহজাহান আলম সাজু, অ্যাড. কামরুজ্জামান আনসারী, আব্দুল হান্নান রতন ও মোঃ আনিসুর রহমান প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, উকিল আব্দুস সাত্তার একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি কোন সময়ই নির্বাচন করে হারেননি। পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার মত একজন বর্ষীয়ান জনপ্রিয় রাজনীতিবিদ ও দক্ষ পার্লামেন্টিয়ানকে নিয়ে বিএনপি অপরাজনীতি করেছে। আমরা ভাল মানুষের মূল্যায়ন করতে চাই। তাই তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। আমরা কাটা দিয়ে কাটা তুলতে চাই।
তিনি বিএনপি ব্যারিস্টার নেত্রী রোমিন ফারহানার বিএনপি নেতাকর্মীদের নির্বাচনে ভোট দিতে না যাবার আহবান জানানোর প্রতিবাদ জানিয়ে তাকে এলাকায় ঢুকলেই প্রতিহত করার নির্দেশ দেন।