খোলাবার্তা২৪ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে গতকাল শনিবার শুরু হওয়া এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন বাঁ-হাতি ব্যাটার আফিফ হোসেন।

অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে কাজ করবেন আফিফ। গতকাল রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে দলের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আফিফ। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

বাংলাদেশের মিডল-অর্ডারে অন্যতম ভরসার নাম ২২ বছর বয়সী আফিফ। টি-টোয়েন্টিতে ১৯ দশমিক ৩৮ গড়ে ২টি হাফ-সেঞ্চুরিতে ৬৯৮ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১১৮ দশমিক ১০।

আগামী ৩০ আগস্ট শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে গত দুই আসরের ফাইনালে খেলা বাংলাদেশ।