এস এম ইব্রাহি হোসাইন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে নাগরিক কমিটি।

শনিবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মাববন্ধনে আইনজীবি সহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন শিবলু, সহসভাপতি আরিফ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক ঈসমাঈল খন্দকার সৈকত, সরিষাবাড়ী নাগরিক কমিটির আহবায়ক আ. জলিল মাষ্টার, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান এমপির প্রতিনিধি পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলের সাথে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে শুধু করে সরকারি সকল উন্নয়ন বরাদ্দে তার ভাগ রয়েছে। তার সরকারী কার্যালয়ে হটাৎ অগ্নিকান্ডে সরকারী উন্নয়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ ফাইল ভূস্মিভুত। তদন্তের ফলাফলও জানা যায়নি। এ ছাড়াও ভারপ্রাপ্ত দায়িত্ব থাকা কালিন সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ ফাইল তছনছ হওয়ার পরেও এ বিষয়ে কোন প্রকার পদক্ষেপ নেয়নি।

এ ছাড়াও তার সময়ে ওই অফিসে থাকা কালীন সময়ে কাগজে-কলমে জমি দখল থেকে শুরু করে ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে জমির খাজনা খারিজেও তার অংশ রয়েছে। উপজেলা মডেল মসজিদে গত ১৬ জানুয়ারিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীকে মারধরের ঘটনা ঘটলেও রহস্যজনক কারনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়তে ক্ষমতার অপব্যবহারকারী ও দুর্নীতিবাজ এ কর্মকর্তাকে অপসারণ করতে হবে। তা না হলে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও বক্তারা মানব বন্ধনে এ দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে একটি ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার সামনের প্রধান সড়ক থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌরসভার সামনে এসে শেষ হয়।

এ বিষয়ে উপজেলা নির্বহি কর্মকর্তা উপমা ফারিসা’র সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।