এম এ করিম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(৫ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে উক্ত মেলা অনুষ্ঠিত হয়। প্রাণীসম্পদ প্রদর্শণী মেলা উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য-৩১২ উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলী আজাদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আবু হানিফ, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসলাম হোসেন, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাতি মোঃ শফিকুর রহমান, সরাইল রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা এডভোকেট জয়নাল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়া প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণীসম্প মন্ত্রনালয়।