এম এ করিম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪ জুন সকাল ১০টায় উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উক্ত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য (এমএলএ), ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হাঙ্গেরীর বুদাপেস্ট সম্মেলনে বিশ্বজনমত গঠনের অগ্রনায়ক, আদমজী জুটমিল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, ও ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়ার ৫০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদ উক্ত নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর।

সাংবাদিক শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আরজু মিয়া, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সরাইল রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, মোস্তাফিজুর রহমান, ইকবাল হোসেন ও আবু আহমেদ মৃধা, উপজেলা ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ইউপি সচিব (প্রশাসনিক কর্মকর্তা) সুমন পারভেজ, সমাজ সেবক আক্তার হোসেন ও বিল্লাল হোসেন প্রমুখ। উপজেলার বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।