রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আদুল কৈয়ূম চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব এটিএম পেয়ারুল ইসলাম মহোদয়কে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় জনাব এটিএম পেয়ারুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমার এই বিজয় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিজয়।
তিনি বলেন, আমি আমার সর্বশক্তি দিয়ে সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে কাজ করে যাব। সম্মানিত ভোটাররা তাদের সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে জনগনের সেবা করার সুযোগ করে দিয়েছেন, আমি চট্টগ্রামের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাব। পূর্ববর্তী চেয়ারম্যানের গৃহীত অসমাপ্ত কাজগুলো গুরুত্বসহকারে দ্রুততার সাথে সমাপ্ত করব। চট্টগ্রামের উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামের উন্নয়নে গৃহীত কর্মযজ্ঞ সফলভাবে সমাপ্ত করার জন্য সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন। সম্মানিত ভোটারদের পাশপাশি সকল নেতাকর্মী, শুভাকাঙ্খীদের তাঁর পাশে থেকে সর্বাত্মক সহযোগীতা ও সমর্থন দেয়ার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আদুল কৈয়ূম চৌধুরী বলেন, চট্টগ্রামের উন্নয়নে রিহ্যাব সবসময়ই জেলা পরিষদের পাশে থাকবে। এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব এটিএম পেয়ারুল ইসলাম এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ দিদারুল হক চৌধুরী, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য নজিম উদ্দিন, জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম পিন্টু। – বিজ্ঞপ্তি