বিশ্ব শিক্ষক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত ইভেন্স গ্রুপ-এডুকেশন ওয়াচ সম্মাননা-২০২২ অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পুরস্কার পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান।

অতিমারি করোনাকালীন সময়ে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল ও গতিশীল রাখতে তাঁর গৃহীত উদ্যোগ ও বিভিন্ন কার্যক্রম জাতীয় পর্যায়ে প্রশংসনীয় ভূমিকা রাখায় এবং তাঁর অধ্যক্ষকালীন সময়ে কলেজের ঈর্ষণীয় ফলাফল করায় তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তির পর অধ্যক্ষ ড. খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আজ আমাকে যে সম্মাননা দেওয়া হলো এর দাবিদার আমি একা নই এর কৃতিত্ব আমার পুরো কলেজ ও বেসরকারি টিটিসি শিক্ষা পরিবারের। বিশেষ করে আমার গভর্নিং বডির সদস্যবৃন্দ ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আমাকে যারা সহযোগিতামূলক অনুপ্রেরণা যুগিয়েছেন, তার ফলশ্রুতিতেই আজকে আমি এ পুরস্কার অর্জন করতে পেরেছি।

শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মশিউর রহমান।

ইভেন্স গ্রুপ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক শবনম শেহনাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এশিয়াটিক সোসাইটির জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, স্পর্শ ব্রেইল ফাউন্ডেশন এর সভাপতি নাজিয়া জাবীন, ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ড. এম এ হালিম পাটোয়ারী প্রমুখ। – বিজ্ঞপ্তি