শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে শেরপুর জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২১ বাস্তবায়নে শ্রীবরদীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১ জুন মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপত্বিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবর পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

স্বাস্থ্য ইনচার্জ মোজাম্মেল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহনেওয়াজ নোমান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি সুপার ভাইজার মো. রাসেল খান ও মো. আসাদুজ্জামান সুমন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার মো. জিয়াউল হক, তাতিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, জলাতঙ্কে আক্রান্ত হলে মৃত্যু অবধারিত। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

এ ছাড়াও সরকারের উদ্যোগ জলাতঙ্ক নির্মূলের সকল কর্মসূচী যথাথতভাবে পালনে সকলের অবস্থান থেকে কাজ করতে হবে ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত এ উপজেলায় কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম পরিচালিত হবে।