শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্রীনগরে ইসলাহুল উম্মাহ পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সারে ১০টায় ইসলাহুল উম্মাহ পরিষদের সভাপতি মাওলানা ইউনুছ কাসেমীর সভাপতিত্বে ও ইসলাহুল উম্মাহ পরিষদের সাধারণ সম্পাদক মুফতী আবুল খায়ের এর পরিচালনায় উপজেলার ঢাকা-মাওয়া সড়কের হাসাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার মস্তফাগঞ্জ মাদরাসা নায়েব মোহতামীম মাওলানা সাইফুল্লাহ।

উপস্থিত ছিলেন ইসলাহুল উম্মাহ পরিষদের উপদেষ্টা মাওলানা মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ষোলঘর জামিয়া আরাবিয়া মোহতামীম হাফেজ মাওলানা হুসাইন আহমাদ ইসহাকী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইসলাহুল উম্মাহ পরিষদের সহ-সভাপতি, মুফতি শাহাদাৎ হুসাইন, মুফতি হাবিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম, ক্যাসিয়ার মুফতি শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা ইব্রাহিম বাইজিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক মুফতি আঃ হালিম, আলমপুর শামসুল উলুম কওমী মাদরাসা মোহতামীম মাওলানা সাদী হাসান, শ্রীধরপুর কওমী মাদরাসার মোহতামীম মাওলানা ফরহাদ হোসাইন, কেয়টখালী মাদরাসার মোহতামীম মাওলানা সাজিদুর রহমান, সাংস্কৃতি সম্পাদক আবু সাইদ, সিএন্ডবি জামে মসজিদের ইমাম মুফতী আইনুল হক, বিশ্বরোড মসজিদের ইমাম মাওলানা সাইফুল্লাহ প্রমূখ।