বায়তুশ শরফ মজলিসুল উলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নূর বলেছেন, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ব্যবসায়িরা যা উপার্জন করেন তা শুধু তাদের পুঁজি বা যোগ্যতার ফসল নয়, বরং এতে রয়েছে অধীনস্ত শ্রমিক কর্মচারীদের শ্রম ও সহযোগীতা, তাই শ্রমিক কর্মচারীদের প্রতি সদাচরণ ও করুন প্রদর্শন ব্যবসায়িক সফলতার অন্যতম মাধ্যম। কারন ব্যবসায়ীদের সম্পদ ও অর্থবিত্তে শ্রমিক কর্মচারীদের হক রয়েছে। মাওলানা নূরী আজ কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে একথা বলেন।

কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদুন্নবী ( সঃ ) মাহফিলে তিনি আরো বলেন, শ্রমিক কর্মচারীরা মালিকদের মত মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত। তাদের পরিবার পরিজন আছে। আশা আকাংখা ও আবেগ অনুভূতিও আছে । তাক্বদীদের কারণে হয়ত: তারা মালিকদের অধীনস্ত হয়েছেন । বাস্তবতা হচ্ছে ক্ষনস্থায়ী জীবনে আল্লাহ তালা পরিক্ষা স্বরূপ কিছু মানুষদেরকে মালিকের চেয়ারে বসাইয়েছেন।

মাওলানা নুরী আরো বলেন, ইসলাম হচ্ছে বিশ্বের সকল শ্রেণীর মানুষের জন্য একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আর ইসলামই একমাত্র মানুষের অধিকার আদায়ের নিশ্চিত গ্যারান্টি দিয়েছে।

প্রধান মেহমান বলেন,আজকের শ্রমিকরা একশ্রেণীর সাম্রাজ্যবাদী পুঁজিবাদের দ্বারা জুলুমের শিকার হচ্ছে, নির্যাতিত হচ্ছে এবং অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো বলেন, শ্রমিক কর্মচারীরা ন্যায্য পারিশ্রমিক আদায়ের জন্য মালিকদের যেমন মুখাপেক্ষী তেমনি মালিকরাও শ্রম আদায়ের জন্য শ্রমিক কর্মচারীদের মুখাপেক্ষী । তাই শ্রমিক কর্মচারীরা হচ্ছে মালিকদের নিত্য সহযোগী। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণও সামাজিক অঙ্গনে তাদের মর্যাদার অবস্থান নিশ্চিত করার জন্য মালিকদের প্রতি আহবান জানান।

মাহফিলে উদ্বোধনে বক্তব্য রাখেন- বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, বিশেষ মেহমানের আলোচনা পেশ করেন মরিয়মনগর রহমানিয়া ইসলামিক কমপ্লেক্স এর পরিচালক ও পাগলা মামা মাজার সংলগ্ন বাইতুল মোশাররফ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম পীরে কামেল হযরত মাওলানা আবু শাহ অলী আল-কাদেরী, প্রকাশ- মাওলানা জসিম উদ্দিন, কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান প্রমূখ। – বিজ্ঞপ্তি