বগুড়া অফিস : বগুড়ার আদমদীঘি উপজেলার আলোচিত ব্যবসায়ী মেসার্স রাজা এন্টারপ্রাইজের মালিক উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা’র বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়।

আদমদীঘি উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা উপজেলার সান্দিড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে। বর্তমানে সে উপজেলার সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকার বাসিন্দা।

রাজা’র বিরুদ্ধে বিসিআইসি’র প্রায় ১৬৪ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা আরো দুই মামলা বগুড়ার আদালতে বিচারাধীন রয়েছে। তিনি ওই মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছেন।

দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আইয়ুব আলী খান স্বাক্ষরিত মামলা দায়ের সংক্রান্ত অনুমোদনপত্রে রাজা’র বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের অপরাধে মামলা (এজাহার) দায়েরের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মামলা রুজু করার পর এজাহারের কপি, তদন্তকারী ও তদারককারী নিয়োগের পত্র প্রেরণের জন্য দুর্নীতি দমন কমিশন সমম্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালককে বলা হয়েছে।